ঝড়ের কবলে পরে লঞ্চ ও বার্জ ডুবি

মোংলায় নিখোজ ৩ শ্রমিকের মধ্যে ২ জনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৭:১৪ এএম, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯ | ১৪৫৪

ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলে লঞ্চ ও বার্জ ডুবির ঘটনায় নিখোঁজ ৩ শ্রমিকের মধ্যে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরি দল এ লাশ দুটি উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন, মোংলা উপজেলার উত্তর মালগাছি গ্রামের মোসলেম শেখের ছেলে মো. শাহ আলম শেখ (৫০) ও খুলনার লবনচোরা এলাকার সিরাজুল ইসলামের ছেলে জুয়েল (৩৫)।

ফায়ার সার্ভিসের ডুবরি মোঃ ফরিদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরি দল বেসক্রিক এলাকায় ডুবে যাওয়া লঞ্চের ভিতর থেকে নিখোঁজ ক্রেন ড্রাইভার মোঃ শাহ আলম (৪৫) এর মৃতদেহ উদ্ধার করে। এছাড়া ফায়ার সার্ভিসের অপর একটি দল পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকা থেকে ভাসমান অবস্থায় থাকা আরো একটি লাশ উদ্ধার করেছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, ডুবে যাওয়া বার্জ ও লঞ্চ এর নিখোঁজ ৩জনের মধ্যে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নিখোঁজ মো. শাহ আলম শেখ (৪৫) ও জুয়েল (৩৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশেমপুর গ্রামের শেখ লতিফ নামে একজন শ্রমিক এখন ও নিখোঁজ রয়েছেন।

এদিকে, সাইডস্ক্যান প্রযুক্তি ব্যবহার করে আনুমানিক ২০ মিটার পানির নিচে লঞ্চ ও বার্জটির অবস্থান শনাক্ত করা হয়েছে। দুইটি নৌযান উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ অগ্রদূত ও তিস্তা তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে ঝড়ের কবলে পড়ে পশুর চ্যানেলের বেসক্রিকে লঞ্চ ও বার্জ ডুবির ঘটনায় ৩ জন শ্রমিক নিখোঁজ হয়। পরে নিখোঁজ শ্রমিকদের উদ্ধার অভিযানে রয়েছে ফায়ার সার্ভিসের মোংলা, খুলনা ও বাগেরহাটের তিনটি ইউনিটসহ কোস্টগার্ড, নৌবাহিনী, বন্দর কর্তৃপ ও ষ্টিভিডরস মেসার্স খুলনা ট্রেডার্স।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত