বেতাগায় এসডিজি বাস্তবায়নে

ফকিরহাটের উন্নয়ন সমন্বয় কমিটির সভা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:১৯ পিএম, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯ | ৫২৭

ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জন জনঅংশিদারিত্বে স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা কল্পে উন্নয়ন সমন্বয় কমিটির সভা মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।


স্বশাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্রুপ অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও হাইসাওয়া পরিচালনা পর্ষদ এর অন্যতম সদস্য স্বপন দাশ এর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ দুলাল চন্দ্র দাশ, মুক্তিযোদ্ধা মোস্তফা শিকারী (বীর প্রতিক), মৎস্য ও কৃষি সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মহেন্দ্রনাথ দাশ, উপ-সহকারী প্রাণী সম্পদ অফিসার মল্লিক শহীন আকতার।

ইউপি সচিব এসএম দাউদ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদা, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা মোঃ ইসরাইল হোসেন, মহিলা নেত্রী মল্লিকা রানী দাশ, কৃষ্ণা রানী দাশ, বাজার বর্ণিক সমিতির সাধারন সম্পাদক তরুন কান্তি দাশ, মকসেদ আলী ফকির, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী সঞ্জয় কুমার নন্দী ও মোঃ তৌফিকুল ইসলাম প্রমুখ। সভায় স্থায়ী জলাবদ্ধাতা নিরশন, বাল্যবিবাহ রোধ, যুব সমাজকে মাদকমুক্ত করা, মানসম্মত শিক্ষারমান উন্নয়নে কাজ করা, ঝরেপড়া রোধ, সুপিয় পানি ব্যাবস্থাপনা ও ৬গেটের উন্নয়ন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে তা রেজুলেশন করা হয়। এসময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি সরকারী কর্মকর্তা ব্যাবসায়ী সহ ১৪টি স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত