মোরেলঞ্জে শুরু হচ্ছে আঞ্চলিক মহাসড়ক উচ্ছেদ অভিযান

মেহেদী হাসান লিপন, মোরেলঞ্জ

আপডেট : ০৭:০৩ পিএম, রোববার, ১০ ফেব্রুয়ারী ২০১৯ | ১৩৬৫

সারা দেশের ন্যায় বাগেরহাট জেলার সাইনবোর্ড-মোরেলগঞ্জ-রায়েন্দা-শরণখোলা-বগী আঞ্চলিক মহাসড়কে সোমবার থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে। ইতোমধ্যে এ সংক্রান্ত গণ বিজ্ঞপ্তি ও মাইকিং করা হয়েছে।


জানা গেছে, সাইনবোর্ড বাজার থেকে শুরু হয়ে মোরেলগঞ্জ-শরণখোলা-বগী(আর ৭৭৩) আঞ্চলিক মহাসড়ক ১১তম কিমি. এ আমতলা বাজার, ১৫তম এ কিমি. কালিকাবাড়ী বাজার, ১৭ তম কিমি. এ মোরেলগঞ্জ ফেরীঘাট, ১৮তম কিমি. এ মোরেলগঞ্জ বাস স্টান্ড, ২৭তম কিমি. এ পল্লী মঙ্গল, ৩০তম কিমি. আমরাগাছিয়া বাজার, ৩৯তম কিমি. এ রায়েন্দা ও পাঁচ রাস্তামোড় পর্যন্ত সড়কের উভয় পাশের্^ সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে অবৈধ ভাবে অবস্থিত সকল স্থাপনা অপসারন করা হবে। সওজ খুলনার এস্টেট ও আইন কর্মকতা সিফাত মেহনাজ (উপ-সচিব) এর সহযোগীতায় এ সকল অবৈধ স্থাপনা অপসারন করা হবে। এ গণ বিজ্ঞপ্তি পর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ দখলদাররা নিজ খরচে তাদেও অবৈধ স্থাপনা সরিয়ে নিচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত