বাগেরহাট পুলিশ সুপার পেলেন পিপিএম পদক

স্টাফ রিপোর্টার

আপডেট : ১১:২০ পিএম, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯ | ৩০৬০

বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় পেলেন পিপিএম-সেবা পদক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ পদক পরিয়ে দেন। ২০১৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে অসীম সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য প্রশংসনীয় রাষ্ট্রপতি পুলিশ পদক ( পিপিএম-সেবা) পান তিনি।

পংকজ চন্দ্র রায় ২০১৬ সালে পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকে বাগেরহাটের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ জঙ্গীবাদ ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখেন। বাগেরহাটে যোগদানের পর থেকে তিনি পুলিশের জায়গা উদ্ধার সহ স্থায়ী ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের উন্নয়ন ঘটিয়েছেন। সাধারন মানুষের সেবা সহজতর করেছেন। পুলিশের কাছে জনগনের আকাংখার প্রতিফলন ঘটিয়েছেন। কমিউনিটি পুলিশিং, সততা, সাহসিকতা, রহস্য উদঘাটনমূলক কর্মকান্ড, জনগণের সেবা তার অন্যতম কৃতিত্ব। এর আগেও তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে বাগেরহাটে কর্মরত ছিলেন। তিনি লালমনিরহাট জেলার কৃত্বি সন্তান। ২০০৩ সালে সহকারী পুলিশ সুপার হিসাবে তিনি প্রথম পুলিশে যোগদান করেন। পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, জনগনের সেবাই তার এ ধরণের কাজ অব্যহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত