বাগেরহাটে আয়কর মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০২:১৬ পিএম, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭ | ৭৭০

“উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর” এই শ্লোগানে বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে চার দিনব্যাপি আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাগেরহাট উপ-কর কমিশনারের কার্যালয় এর আয়োজনে শহরের শালতলাস্থ জেলা পরিষদের অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

কর আপীল অঞ্চল-খুলনার যুগ্ম কর কমিশনার মুঃ মহিতুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদৎ হোসেন, বাগেরহাট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি শেখ লিয়াকত হোসেন, আয়কর আইনজীবী সমিতির এ্যাডভোকেট ফিরোজ আহমেদ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বাগেরহাট উপ-কর কমিশনার মেজবা উদ্দিন আহম্মেদ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। আয়কর দাতাদের সুবিধার্থে ও আয়কর সম্পর্কিত বিভিন্ন তথ্য জনসাধারনের কাছে তুলে ধরার জন্য জেলা পরিষদের অডিটরিয়ামে ৮টি স্টাল নিয়ে চার দিনব্যাপি অনুষ্ঠিত হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত