সুন্দরবনের হরিণ লোকালয়ে

আপডেট : ০৭:৩২ পিএম, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯ | ১৭১৯

সুন্দরবণ থেকে একটি হরিণ লোকালয়ে মঠবাড়িয়া উপজেলার বেতমোড় গ্রামে ঢুকে পড়ে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে গ্রামবাসি হরিনটিকে ঘুরাঘুরি করতে দেখে সবাই মিলে ধরে ফেলে, মঠবাড়িয়া থানা পুলিশকে খবর দেয়। মটবাড়িয়া থানা পুলিশের খবর পেয়ে সুন্দরবন সুরা বিষয়ক কমিটি (সিপিজি)-র লোকেরা পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের বগী ষ্টেশন কর্মকর্তা মিজানুর রহমানকে অবহিত করেন। বগী ষ্টেশন কর্মকর্তার নেতৃত্বে একটি বনরীদল মঠবাড়িয়া থানা থেকে আহত অবস্থায় হরিনটিকে বনবিভাগের ট্রলারে করে শরনখোলায় নিয়ে আসেন।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক (এসিএফ) মোঃ জয়নাল আবেদিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, সুন্দরবন সুরা বিষয়ক কমিটির মাধ্যমে খবর পেয়ে আমরা মটবাড়িয়া থানা থেকে হরিণটিকে নিয়ে আসি। হরিণটির পায়ে একটু ক্ষত হয়েছে। হরিণটিকে চিকিৎসার জন্য করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত