রামপালে দানকৃত জমির মালিকানা দাবি করায় এলাকাবাসীর ক্ষোভ

রামপাল প্রতিনিধি

আপডেট : ১১:৪৬ পিএম, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯ | ৮৭৮

রামপালে মসজিদের নামে দানপত্রকৃত জমির মালিকানা দাবি করে আশরাফুল মোড়ল নামের এক ব্যক্তি বাগেরহাটের বিজ্ঞ অতিরিক্ত জেলা নির্বাহী ম্যজিষ্ট্রেট আদালতে একটি মিস মামলা দায়ের করেছেন।

এঘটনায় মসজিদ কমিটির নেতৃবৃন্দসহ মহল্লার মুছল্লীরা এক প্রতিবাদ সমাবেশ করেছেন। শুক্রবার দুপুর ১টায় পেড়িখালীর সিকিরডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদের মোছাল্লীরা মসজিদ চত্তরে এ প্রতিবাদ সমাবেশ করেন। জানাগেছে, গত ইং ১৫/১২/৭৮ সালে আবুল বাশার শেখ ও মকবুল আহম্মেদ শেখ গং ৫৩২০ নং দানপত্র দলিল মূলে সিকিরডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদকে .১৩ শতক জমি রেজিষ্ট্রি করে দেন। যার তফসীল পরিচয় জেএল-২৯ সিকিরডাঙ্গা মৌজার এসএ-৫৪নং খতিয়ানের ৪২৪ দাগসহ আরো ২টি দাগের মোট ১৩ শতক জমি। বর্তমান ডিপি ০৪ নং খতিয়ানে যার দাগ নং ১১০৮ এর ০৬ শতক নালিশি জমি ওই মসজিদের নামে রেকর্ডভুক্ত হয় । উপস্থিত ৩ শতাধিক ধর্মপ্রান মুসলমানরা ক্ষোভ প্রকাশ করে বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ১৯৭৮ সাল থেকে এসএ রেকর্ডিয় প্রকৃত মালিকগন মসজিদের নামে দানপত্র করে দেন। সেই থেকে মসজিদ উক্ত জায়গা মসজিদের প্রসাবখানা হিসাবে ব্যবহার করে আসছে। উক্ত জমি আশরাফুল মোড়ল হঠাৎ করে নিজের দাবি করে মামলা করেন। বিজ্ঞ আদালতকে অসত্য তথ্য প্রদান করে মামলা করায় এলাকাবাসি চরমক্ষোভ প্রকাশ করছেন। এব্যাপারে মামলার বাদি আশরাফুল মোড়লের সাথে কথা বলার জন্য তার বাড়িতে গিয়ে যোগোযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত