মোরেলগঞ্জে বসত ঘরে অগ্নিসংযোগের অভিযোগ

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৯:২৪ পিএম, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯ | ৬৭৭

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চিংড়াখালী ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মিরা রানী হালদারে বসতঘরটি পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে থানা পুলিশ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। মীরা রানীর ভাই লিটন হালদার বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, মধ্যরাতে আকস্মিকভাবেই ঘরটিতে আগুন জ্বলতে দেখা যায়। ওই সময় আগুন নিয়ন্ত্রনের কোন সুযোগ ছিলোনা। এ ঘটনায় মাথা গোজার ঠাই হারিয়েছেন মীরা রানী এবং এতে তার কমপক্ষে এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও লিটন হালদার দাবি করেন।

মীরা রানীর বড় ভাই কৃষ্ণ কান্ত হালদার বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, প্রতিবেশী নিকুঞ্জ হালদার ও রমিজ খানের সাথে বহু বছর ধরে জমিজমা সংক্রান্ত মামলা ও বিরোধ চলে আসছে। ওই বিরোধের কারনে পরিকল্পিতভাবে ঘরটিতে অগ্নিসংযোগ করা হয়েছে বলেও অভিযোগ করেন লিটন হালদার।

থানার ওসি কেএম আজিজুল ইসলাম বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, বসতঘরে অগ্নিসংযোগের খবর মৌখিকভাবে শুনে অফিসার পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত