এবারের নির্বাচন যুদ্ধাপরাধীদের বিদায়ের নির্বাচন ডা. মোজাম্মেল

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৬:৪৫ পিএম, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮ | ৫৯২৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন শেষ নির্বাচনী জনসভায় সকলের কাছে দোয়া এবং অতীতের কর্মকান্ডে কেউ ব্যাথিত হয়ে থাকলে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। অতীত ভুলে বিজয়ের মাসে নৌকায় ভোট দিয়ে আবারও সকলকে বিজয়ী হওয়ার আহ্বান জানান তিনি।

প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার বিকেল ৪টায় দৈবজ্ঞহাটির সেলিমাবাদ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় ডা. মোজাম্মেল আরো বলেন, এবারের নির্বাচন যুদ্ধাপরাধীদের বিদায়ের নির্বাচন। মুজিবের বাংলায় নতুন করে যুদ্ধাপরাধীরা যেন আর মাথাচাড়া দিয়ে ওঠতে না পারে সে জন্য সকলে নৌকায় ভোট দিবেন। ভোটের সিদ্ধান্তে ভুল করলে স্বাধীন বাংলা আবারো পূর্ব পাকিস্তান হয়ে যাবে। তাই সকলে সতর্ক থাকবেন।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ওয়াদুদ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন এ্যাড. আমিরুল আলম মিলন, আব্দুর রহিম খান, মিজানুর রহমান জনি, এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, মেয়র মনিরুল হক তালুকদার, এমআর জামিল হোসাইন ও একে আজাদ ফিরোজ টিপু।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, ডা. মোসলেম উদ্দিন, লায়ন সামছুল আলম, আব্দুর রাজ্জাক মজুমদার, মাহমুদ আলী, জাহাঙ্গীর আলম বাদশা, আসাদুজ্জামান মিলন, মোরশেদা আক্তার, মিজানুর রহমান বাবুল, এনামুল হক রিপন, সাগর সাধু ঠাকুর, মোজাম্মেল হক মোজাম ও আকন হাবিবুর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত