আ.লীগের অফিস পোড়ানোর অভিযোগে

রামপালে ৪ জন গ্রেফতার

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৯:০৫ পিএম, শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮ | ৯৪৪

রামপালে আওয়ামীলীগের অফিস পোড়ানোর অভিযোগে জামায়াত- বিএনপির চৌদ্দ নেতা কর্মী ও অজ্ঞাত ২৫-৩০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে। রামপাল থানা পুলিশ বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৪ জনকে আটক করে বাগেরহাট আদালতে প্রেরন করছে।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার সোনাতুনিয়া কদমদি এলাকায় আওয়ামীলীগের একটি নির্বাচনী কার্যালয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা আহাদ শেখ বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেন।

আটক কৃতরা হলেন, উপজেলার কদমদি গ্রামের সৈয়দ আলীর পূত্র রেজাউল হাওলাদার (৪৫), শোলাকুড়া গ্রামের মৃত আমীর উদ্দিনের পুত্র শেখ আব্দুল কাদের (৬১), বর্ণি গ্রামের মহিউদ্দিন শেখের পূত্র খবির শেখ (৪৫) ও গিলাতলা গ্রামের সুলতান আহম্মেদের পূত্র শেখ মাসুদ পারভেজ (৪২)। নিরীহ মানুষদের হয়রানী মুলক মামলা দায়ের এবং গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তির দাবি করছেন তাদের স্বজনেরা।

মামলা ও আটকের বিষয়টি রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমান নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত