ঢাকায় গোল টেবিল বৈঠকে ড.কাজী মনির

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:০৫ পিএম, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭ | ১৫৪৮

আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহনে সেনা মোতায়নের প্রয়োজনীয়তা নাগরিক প্রত্যাশা শীর্ষক গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসকাবে আলোচনায় বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ডক্টর কাজী মনিরুজ্জামান মনির বিশেষ অতিথির বক্তব্যে বলেন, সেনাবাহিনী এখন পর্যন্ত সারাদেশের জনগনের কাছে নিরাপে। বর্তমান নির্বাচন কাঠামো এমন হয়েছে তাতে সেনাবাহিনী ছাড়া ভোট কেন্দ্রে কোন ভোটার যেতে সাহস পাচ্ছে না ও পারবেও না, তাই আগামী নির্বাচনে সেনা মোতায়েনের দাবী জানান।

বাংলাদেশ গনতান্ত্রিক সাংস্কৃতিক জোটের সভাপতি রেজাবুদৌল্লাহ চৌধুরীর সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবীর খোকন, স্বনির্ভর সম্পাদক শিরিন সুলতানা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত