শরণখোলায় শেষ দিনে

আ.লীগ ও বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মহিদুল ইসলাম

আপডেট : ০৫:৩৭ পিএম, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮ | ১৪৫৬

বাগেরহাট-৪ (শরণখোলা-মোলেলগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন শরণখোলায় মনোনয়ন পত্রের অনুলিপি দাখিল করেছেন।


মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার লিংকন বিশ্বাসের কাছে তিনি এ অনুলিপি হস্তান্তর করেন।


এসময়, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন আকন, সাধারাণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি উপকমিটির সদস্য মো. জামিল হোসাইন, কেন্দ্রীয় উপকমিটির সদস্য মিজানুর রহমান জনি, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, আসাদুজ্জামান মিলন, মাহামুদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ খালেক খান প্রমূখ উপস্থিত ছিলেন।


এছাড়া, বিকেল ৩টার দিকে বিএনপি মনোনিত প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ আ. আলীমের পক্ষে মনোনয়নের অনুলিপি জমা দেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান খান, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির ও সাবেক সেক্রেটারী মাওলানা সরোয়ার হোসাইন বাদল।


শরণখোলা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) লিংকন বিশ্বাস বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, প্রার্থীরা তাঁদের মূল মনোনয়ন পত্র জেলা রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছেন। এখানে শুধুমাত্র তার অনুলিপি হস্তান্তর করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত