বাগেরহাট প্রেসক্লাব নির্বাচন

আহাদ-বাকি প্যানেল বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৭:২৮ পিএম, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮ | ২৪৩৯

বাগেরহাট প্রেসক্লাব নির্বাহী কমিটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় আহাদ-বাকী প্যানেল নির্বাচিত হয়েছে। শনিবার ছিল মনোনয়ন উত্তোলনের শেষ দিন। সভাপতি পদে দু’জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও বাকী পদগুলিতে একটি করে মনোনয়ন পত্র সংগৃহিত হয়েছে।

সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন আহাদ-বাকী পরিষদের আহাদ উদ্দিন হায়দার এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে অধ্যাপক মাহাফিজুর রহমান। শনিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মাহাফিজুর রহমান তার মনোনয়ন পত্র উত্তোলন করেন।

বাগেরহাট প্রেসক্লাবে ১৪টি পদের মধ্যে সভাপতি পদে আহাদ উদ্দিন হায়দার, সহ-সভাপতি পদে নীহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাকী, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আজমল হোসেন, অর্থ সম্পাদক মোঃ ইয়ামীন আলী, তথ্য প্রযুক্তি সম্পাদক শওকত আলী বাবু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হেদায়েত হোসেন লিটন, দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক মোঃ আজাদুল হক, নির্বাহী সদস্য শেখ আহসানুল করিম, মোঃ দেলোয়ার হোসেন, নেয়ামুল হাদী রানা, মোল্লা মাসুদুল হক, ইসরাত জাহান, মীর জায়েসী আসরাফী জেমস নির্বাচিত হয়েছেন।

প্রেসক্লাব নির্বাচন কমিশনার নকিব সিরাজুল হক বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বাগেরহাট প্রেসক্লাব নির্বাচন আগামী ৩০ নভেম্বর হওয়ার কথা ছিল। কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় আহাদ-বাকী প্যানেলকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত