বাগেরহাটে বিএনপির কালো পতাকা মিছিল

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:১৪ পিএম, রোববার, ২১ অক্টোবর ২০১৮ | ৯৫৮

একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আদালতে দেয়া সাজার প্রতিবাদে বাগেরহাটে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাট জেলা বিএনপি। রবিবার সকাল ৮টায় শহরের মুনিগঞ্জ সড়ক থেকে বিএনপি, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করে। পরে মুনিগঞ্জ শহর রক্ষা বাধে সমাবেশ করে।


সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী রেজা বাবু, সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল রহমান শান্ত, শ্রমিকদল নেতা আমিনুর ইসলাম, শাহিন খান, আলম গাজী, সেচ্ছাসেবকদল নেতা সোহেল আহম্মেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করেছে এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মিথ্যা মামলার রায়ে তারেক রহমানকে সাজা দিয়েছে। দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, হয়রানি করে মতাকে চিরস্থায়ী করতে চায় সরকার। অচিরেই বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত