কচুয়ায় বিদ্যালয় সরকারী করণে আনন্দ অনুষ্ঠান

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০২:৪৯ পিএম, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮ | ১৩৫১

বাগেরহাটের কচুয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় সরকারী করণ উপলক্ষে আনন্দ র‌্যালী, আলোচনা সভা, মিষ্টি বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

সোমবার সকালে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি।


বিদ্যালয়ের সভাপতি প্রাক্তন এমপি মীর সাখাওয়াত আলী দারুর অসুস্থতা জনিত কারনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ মনিয়া সুলতানা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান এস.এম.মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা, জেলা শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল কবির, এমপি পতœী বেবী মোর্শেদা খানম।

এসময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুধাংক শেখর অধিকারী, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র সাহা, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরী স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ নরেশ চন্দ্র রায় প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত