বাগেরহাটে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:৫২ পিএম, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮ | ১১০৪

বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে আর্থিক শিক্ষা ও আর্থিক সেবা পরিচালনা বিষয়ক স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়াম চত্তরে এসে শেষ হয়। জেলা পরিষদ চত্তরে জাতীয় পতাকা Ñ বেলুন উড়িয়ে কনফারেন্সের উদ্ধোধন করা হয়।

পরে জেলাপরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক খুলনা’র মহা-ব্যাবস্থাপক অসীম কুমার মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর মো. আতিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডাইরেক্টর এ এইচ এম রফিকুল ইসলাম. অগ্রণী ব্যাংকের আঞ্চলিক প্রধান মানস কুমার পাল, সোনালী ব্যাংকের এজিএম মো. মাহামুদ উদ্দিন, কৃষি ব্যাংকের আঞ্চলিক প্রধান মো. নজরুল ইসলাম, ইসলামী ব্যাংকের খুলনা জোন প্রধান মো. মাকসুদুর রহমান, অতিরিক্ত জেলা শিক্ষা আফিসার রবিউল ইসলাম, বাগেরহাট মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন। এছাড়াও কনফারেন্সে তফসিলি সকল ব্যাংকের কর্মকর্তাগন , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত