বাগেরহাটে উন্নত চুলার ব্যবহার বৃদ্ধিতে অবহিতকরন সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:০৮ পিএম, বুধবার, ১০ অক্টোবর ২০১৮ | ৭৮৭

বাগেরহাটে উন্নত চুলার ব্যবহার বৃদ্ধি করতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিসেফ, প্রাক্টিক্যাল এ্যাকশনের সহযোগিতায় উপকূলীয় উন্নয়ন সংস্থা সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে উন্নত চুলার ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কিশোর বালক বালিকাদের আয়ের সুযোগ সৃষ্টির লক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মুজিবর রহমান। বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম শামীম আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিল্লুর রহমান, মহিলা ভঅইস চেয়ারম্যান এ্যাড. পারভীন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মোশারেফ হোসেন, ইউনিসেফ, খূলনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ মাহমুদ, সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডল, প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাঈদ উর রহিম মাহাদি, সমন্বয়ক এস.এম মোতাকাব্বিরুল হক, সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সরদার শুকুর আহমেদ, ইউপি চেয়ারম্যান শেখ সমশের আলী প্রমুখ।


আয়োজকরা জানান, বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ, কাড়াপাড়া ও গোটাপাড়া ইউনিয়নের ১২টি গ্রামে প্রাথমিক পর্যায়ে উন্নত চুলার ব্যবহার বৃদ্ধির জন্য ১০টি বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীদের প্রশিক্ষন দেয়া হবে। প্রশিক্ষনপ্রাপ্ত ২০ জন শিক্ষার্থীরা চেঞ্জ এজেন্ট হিসেবে কাজ করবে। এরা উন্নত চুলার ব্যবহার বৃদ্ধির জন্য সচেতনতামূলক কাজ করবে। এ প্রকল্পের অধীনে এক হাজার পরিবার বিনামূল্যে উন্নত চুলা প্রদান করা হবে। সাথে সাথে ৪৫ হাজার নারী পুরুষকে উন্নত চুলার সুবিধার আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত