পশুর নদীতে কার্গো জাহাজ থেকে পড়ে

মোংলায় এক নাবিক নিখোঁজ

কামরুজ্জামান জসিম

আপডেট : ০৬:৫৯ পিএম, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮ | ১০৩১

মোংলা বন্দরের পশুর নদীতে কার্গো জাহাজ থেকে পড়ে মোঃ আসলাম (১৯) নামের এক নাবিক নিখোঁজ হয়েছেন। সে বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালীর সিকির ডাংগা গ্রামের বাসিন্দা মোঃ আল আমিনের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও কার্গো জাহাজটির মাষ্টার মোঃ হোসেন এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে পশুর নদীর ইঞ্জিনিয়ারিং জেটি এলাকায় জাহাজ থেকে পড়ে সে নিখোঁজ হয়।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা আঞ্চলিক কমিটির সহ সভাপতি মাইনুল হোসেন মিন্টু বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বন্দরের পশুর নদীর ইঞ্জিনিয়ারিং জেটি এলাকায় এম ভি আয়শা বিবি কার্গো জাহাজ পণ্য খালাসের পর নোঙ্গর করা অবস্থায় ছিল। কাজ করার সময় পা ফসকে গিয়ে নদীতে পড়ে ¯্রােতের টানে নিখোঁজ হয় ওই জাহাজেরই নাবিক মোঃ আসলাম।

দূর্ঘটনার পরপরই তার সহকর্মিরা দেড় ঘন্টা ধরে তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা আঞ্চলিক কমিটির সদস্য ও নিখোঁজের স্বজনেরা তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত