মোরেলগঞ্জে ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৮:০১ পিএম, সোমবার, ৮ অক্টোবর ২০১৮ | ৬২১

বেকার যুবক ও যুব নারীদের জন্য প্রযুক্তি নির্ভর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার সকালে ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।


এ উপলক্ষ্যে লাইট ইঞ্জিরিয়ারিং সেক্টর বিটাক এর সেপা প্রকল্পের আওতায় উপজেলা অফিসার্স কাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, বিটাক এর পরিচালক ড. সৈয়দ মো. ইহসানুল করিম, সেপা প্রকল্পের প্রকল্প পরিচালক ইকবাল হোসেন পাটোয়ারী, একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম প্রতিনিধি মো. হাবিবুর রহমান ।


উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রোগ্রামে উপজেলার ১৬ ইউনিয়নের সহ¯্রাধিক বেকার যুবক ও যুবনারী অংশগ্রহন করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত