৯ দফা দাবিতে

শরণখোলায় জেলেদের মানববন্ধন

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৭:০৫ পিএম, সোমবার, ৮ অক্টোবর ২০১৮ | ৮৮৯

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় ট্রলিং ট্রলারের তান্ডব, জলদস্যূদের অব্যাহত হামলা বন্ধ, জেলেদের দুর্যোগ ভাতা প্রদান, জিপিআরএস, ওয়াকিটকি সুবিধাসহ ৯ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন বাগেরহাটের শরণখোলার জেলেরা। সোমবার সকাল ১০টায় প্রেসকাবের সামনের সড়কে ফিশিংট্রলার মালিক সমিতির ব্যানারে এ কর্মসূচী পালন করেন তাঁরা।


ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জাতীয় মৎস্যজীবী সমিতির শরণখোলা শাখার সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা ও মৎস্য ব্যবসায়ী এম সাইফুল ইসলাম খোকন, রফিকুল ইসলাম কালাম, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন প্রমুখ। কর্মসূচীতে জেলে-মৎস্য ব্যবসায়ীসহ সর্বস্তরের শত শত মানুষ অংশগ্রহন করেন।

বক্তারা অবিলম্বে তাঁদের দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত