হরিণটি বনে অবমুক্ত

সুন্দরবনে ৪টি কুমিরের চামড়াসহ জ্যান্ত হরিণ উদ্ধার

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৬:১৮ পিএম, রোববার, ৭ অক্টোবর ২০১৮ | ১৮০৩

পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের মধ্যবর্তী দুধমূখী খাল থেকে শনিবার রাত ৯টার দিকে ৪টি কুমিরের চামড়া ও একটি জ্যান্ত হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। জ্যান্ত হরিণটি ওই রাতেই বনে অবমুক্ত করা হয়েছে।


পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান বাগেরহাট টুয়েন্টি ফোরকে রবিবার বিকেলে মোবাইল ফোনের মাধ্যমে বলেন, চাঁদপাই রেঞ্জের হরিণটানা টহল ফাঁড়ির বনরক্ষীরা দুধদমুখী খালে নিয়মিত টহলকালে একটি ডিঙ্গি নৌকা দেখতে পান। এসময় বনরক্ষীরা নৌকাটি থামাতে বললে দ্রুত বনের কাছে ভিড়িয়ে নৌকায় থাকা লোকজন বনের মধ্যে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশী করে ৪টি কুমিরের চামড়া, চার পা বাঁধা একটি জ্যান্ত হরিণ উদ্ধার করা হয়।


ডিএফও আরো বলেন, উদ্ধারকৃত চামড়া সংরক্ষণের জন্য বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের মাধ্যমে রবিবার ঢাকায় পাঠানো হয়েছে। এঘটনায় অজ্ঞাত পাচারকারীদের আটকে সুন্দরবনে অভিযান চলছে। এঘটনায় বন্যপ্রাণী শিকার ও পাচার প্রতিরোধ আইনে একটি মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত