মোরেলগঞ্জে শ্রমিক লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ১০:৩৭ পিএম, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮ | ১০৪৯

মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটী ইউনিয়নে দুই আ.লীগ নেতা হত্যার খুনিদের ফাঁসির দাবিতে ও জানাজা অনুষ্ঠানে বাগেরহাট-৪, আসনের এমপি মোজাম্মেল হোসেনকে লাঞ্জিতের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন উপজেলা ও পৌর শ্রমিক লীগ।


শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে মিছিলটি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চৌরাস্তামোড়ে প্রতিবাদ সভা করেন। এতে উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলমঙ্গীর হোসেন বাদশার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ শাহবুদ্দিন তালুকদার, বিশেষ অতিথি ছিলেণ চেয়ারম্যান এইচএম মাহমুদ আলী।


এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন তালুকদার, পৌর সভাপতি মো. আবুল কালাম, রিক্সা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি আমজাদ হোসেন ঘরাই, যুবলীগের যুগ্ন আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াছ হোসেন দুলাল, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, তাঁতীলীগের সভাপতি কৃষœ কান্ত পাল, পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফরাজী।


সভায় বক্তরা বলেন, দৈবজ্ঞহাটী ইউনিয়নে দুই আ.লীগ নেতা আনসার আলী দিহিদার ও শুকুর আলীকে নৃশংসভাবে হত্যা করেছে যারা ওই সকল খুনিদের ফাঁসির দাবি জানাই, একইসাথে জানাজা নামাজে জেলা আ.লীগের সভাপতি সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের ওপর পরিকল্পিত হামলায় যড়যন্ত্রকারিদের তদন্ত পূর্বক বিচারের দাবি জানান বক্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত