ভিডিও কনফারেন্সের মাধ্যমে

ফকিরহাটের উন্নয়ন মেলা উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

আপডেট : ০২:০৬ পিএম, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮ | ৯১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাগেরহাটের ফকিরহাট উপজেলার উন্নয়ন মেলা উদ্ধোধন করেছেন। বৃহষ্পতিবার সকালে ফকিরহাট উপজেলার সদরের আট্টাকা কেরামত আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। সরকারের ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ফকিরহাট উপজেলায় বিভিন্ন ষ্টল সাজিয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডা. মোজ্জাম্মেল হোসেন এমপি, মীর শওকাত আলী বাদশা এমপি, হাবিবুন নাহার তালুকদার এমপিসহ সরকারী কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে বাগেরহাটের ফকিরহাটসহ জেলার উন্নয়নের একটি ভিডিও চিত্র তুলে ধরেন। এসময়ে ফকিরহাটের ‘একটি বাড়ী- একটি খামার’ প্রকল্পের উপকারভোগী বারাশিয়া গ্রামের শেখ শওকাত আলী ও ফকিরহাট উপজেলায় শতভাগ বিদ্যুতের উপকারভোগী আটটাকা গ্রামের গৃহিনী শাহানারা খাতুন সরকারের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তাদের ঘুরে দাড়ানোর সফলতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও তার সরকার ক্ষমতায় আসার প্রত্যাশাও ব্যক্ত করেন সুবিধা ভোগীরা।

প্রধানমন্ত্রী তার সরকারের উন্নয়নের উপকারভোগীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সরাদেশের ন্যায় বাগেরহাট জেলায়ও ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনারা আজ সেই উন্নয়নের সুফল ভোগ করছেন। ফকিরহাটে আজ ফকির নেই। বাগেরহাট জেলা এখন ভিক্ষুক মুক্ত হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে বর্ণাঢ্য র‌্যালির মধ্যদিয়ে বাগেরহাটে জেলা পর্যায়ের উন্নয়ন মেলার উদ্ধেধন করা হয়েছে। শহরের শালতলায় জেলা পরিষদ অডিটোরিয়াম চত্তরে ৩ দিনব্যাপি ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় সরকারের বিভিন্ন বিভাগের উন্নয়নের চিত্র পৃথক-পৃথক ভাবে তুলে ধরা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত