ভুক্তভোগী পরিবারের সাংবাদিক সম্মেলন

চিতলমারীতে এক প্রভাবশালীর অত্যাচারে অতিষ্ঠ আদিবাসি পরিবার

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৫:২৩ পিএম, বুধবার, ৩ অক্টোবর ২০১৮ | ২৬৩০

চিতলমারীতে এক প্রভাবশালীর জোরপূর্বক মন্দিরের জায়গা দখলসহ নানা অত্যাচারে অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন করেছেন এক আদিবাসি পরিবার। বুধবার দুপুর সাড়ে ১২ টায় চিতলমারী উপজেলা প্রেসকাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের আড়–য়া মাছুয়ারকুল গ্রামের শুশান্ত সমাদ্দার কান্নজড়িত কন্ঠে বলেন, আমার বড় ভাই সুভাষ সমাদ্দারের ছেলে সুব্রত সমাদ্দারের স্ত্রী কানন সমাদ্দার (২৫) কে প্রতিবেশি লাকু সিংহের মাদক ব্যবসায়ী বখাটে ছেলে শরিফুল সিং (২৭) দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ৩১ আগষ্ট শুক্রবার দুপুর ৩ টার দিকে আমাদের বাড়িতে কোন পুরুষ লোক না থাকার সুযোগে শরিফুল সিং জোরপূর্বক ঘরে ঢুকে আমার পুত্রবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। বিষয়টি শরিফুলের পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে সে প্তি হয়ে ওঠে। সে জোরপূর্বক আমাদের পত্রবধুকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এ ব্যাপারে গত ১ সেপ্টেম্বর চিতলমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১০। গ্রেপ্তার হয় শরিফুল সিং। ক্ষিপ্ততা বেড়ে যায়। শরিফুলের ভাই আরিফুল প্রতিনিয়ত ভিটেমাটি ছাড়া ও মামলা তুলে নেয়ার হুমকি-ধামকি দিচ্ছে। এ অবস্থায় সুশান্ত সমাদ্দারের পরিবারের সদস্যরা সহ ওই গ্রামের অন্যান্য পরিবার ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। আতঙ্কে দিন কাটতে হচ্ছে তাদের। তারা নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বড়বাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মইয়র মোল্লা, সুভাষ সমাদ্দার, শুশান্ত সমাদ্দারের স্ত্রী প্রভাতী সমাদ্দার প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত