ফকিরহাটে ধান ক্ষেতে ডাল পুঁতা (পার্চিং) কর্মসুচীর উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:১৫ পিএম, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮ | ৭৪১

ফকিরহাটে ধান খেতে ডাল পুঁতা (পার্চিং) কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। ফকিরহাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে বুধবার সকালে খুলনা-মোংলা মহাসড়কের পাশে খাজুরা এলাকার ধান ক্ষেতে ডাল পুঁতে কর্মসুচীর উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্তি পরিচালক কৃষিবীদ নিত্য রঞ্জন বিশ্বাস।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাগেরহাটের উপ-পরিচলক কৃষিবীদ মোঃ আফতাব উদ্দিন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপ-পরিচালক মোহন কুমার ঘোষ, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দীপক কুমার রায়, কৃষি কর্মকর্তা শারমিনা শামিম, উপসহকারী কৃষি কর্মকর্তা সোলায়মান আলী, প্রদীপ কুমার মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, পার্চি পদ্ধতির মাধ্যমে ধান ক্ষেতে ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করে দিলে ৩ বারের জায়গায় মাত্র ১ বার কীটনাশক ব্যবহার করলেই চলে। এতে একদিকে যেমন খরচ কমে অন্যদিকে পরিবেশ দুষন রোধ হয়। বুধবার (১২ সেপ্টেম্বর) একই সাথে জেলার ৯টি উপজেলার ২২৮টি পয়েন্টে কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমন ধানের েেত ডাল পুঁতা (পার্চিং) হয়।

এরপর অতিথিবৃন্দ খুলনা-মোংলা মহাসড়কের পাশে তালের বীজ রোপন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত