বাগেরহাটে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেখ আহসানুল করিম

আপডেট : ০৪:৪৪ পিএম, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮ | ৭৩৮

বাগেরহাটে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১১টায় শহরের সরুই দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


জেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, বিএনপির সহসভাপতি এ্যাডভোকেট আব্দুল হাই, সাধারন সম্পাদক আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, বিএনপি নেতা এ্যাডভোকেট আব্দুল মান্নান, মহিলাদলের সাধারন সম্পাদক সাহিদা আক্তার, যুবদলের সাজ্জাদ হোসাইন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আলী সাদ্দাম আহম্মেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ। তার আদর্শে গড়া জাতীয়তাবাদী দল কখনোই কারো কাছে মাথা নতো করেনি। বর্তমান সরকার প্রতিটি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। যতই অত্যাচার নির্যাতন করুক না কেন বর্তমান সরকারের সময় ফুরিয়ে এসেছে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় মানুষ শান্তিতে বসবাস করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত