ঢাকায় ড. কাজী মনির

নিরপেক্ষ সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব না

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৪:৪৫ পিএম, শুক্রবার, ২০ জুলাই ২০১৮ | ১০৯৬

আজ জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে "প্রতিহিংসার রাজনীতি: গ্রহনযোগ্য নির্বাচন এবং জনগনের প্রত্যাশা" শীর্ষক আলোচনা সভায় বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, বিরোধীমতের প্রতি প্রতিহিংসার রাজনীতির কারনে গুম, খুন, হামলা, মামলা, রিমান্ড ও নির্যাতন হচ্ছে। হাজার হাজার মিথ্যা ও ষড়যন্ত্র মামলায় ল ল বিরোধী নেতা-কর্মিকে কারাগারে আটক রাখছেন। আমার ভোট আমি দিবো চাইলে নিরপেক্ষ সরকার ও নিরপে নির্বাচন কমিশন এর বিকল্প নাই। তাছাড়া ফেয়ার নির্বাচন হবে না। আজ সকল মানুষের প্রত্যাশা খালেদা জিয়ার মুক্তি, নিরপে সরকার ও নিরাপে নির্বাচন কমিশন।


আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদ, প্রধান আলোচক ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপি নেতা সাইদ আহমেদ আসলাম, অধ্যাপক ডা:ফেরদাউস আহমেদ, এম এ হালিম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত