কোস্টগার্ডের অভিযানে ৭৩টি কচ্ছপ উদ্ধার

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৯:০৬ পিএম, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮ | ৫৩৫

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি স্টেশন রূপসার একটি টহল দল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খানজাহান আলী সেতু এলাকায় অভিযান চালিয়ে ৭৩টি জীবিত কচ্ছপসহ ৫৭ লাখ পিস চিংড়ি পোনা আটক করেছে। আটককৃত এসব কচ্ছপ ও চিংড়ি পোনার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৫ লাখের অধিক টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড ।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন আবদুলাহ আল মাহমুদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, কোস্টগার্ড সদস্যরা মৎস্য ও রেনু পোনা সংরণ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে। অভিযানের পরপরই আটক কচ্ছপ ও চিংড়ি পোনাগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে রূপসা নদীতে অবমুক্ত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত