মোরেলগঞ্জ কৃষক মাঠ স্কুলে উপকরণ বিতরন

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ

আপডেট : ১০:৩৯ পিএম, রোববার, ১ জুলাই ২০১৮ | ৬৫৪

মোরেলগঞ্জ উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে সমন্বিত বালাই ব্যবস্থাপনা কম্পোমেন্ট আইএফএমসি কৃষক মাঠ স্কুলে শনিবার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।


খরিপ-২/২০১৮ মৌসুমে আইএফএমসি প্রকল্পের অধীনে কৃষক মাঠ স্কুলে ও কৃষক সহায়তাকারীদের টুপি, খাতা ,কলম ও ব্যাগ সহ বিভিন্ন উপকরণ বিতরন করা হয়। বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. সিফাত আল মারুফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মেজবাহ আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন , আব্দুল গফ্ফার খান, মো. আলী আশ্রাব, নাজমুল মোড়ল ,হেনা আকতার প্রমুখ।


উপজেলার তেলিগাতি ,বর্শিবাওয়া, পুটিখালী, দোনা ও কাঠালতলাসহ ৬টি কৃষক মাঠ স্কুলের ২৫ টি পরিবারের ৫০ জন সদস্য ও ৬ জন কৃষক সহায়তাকারীকে এসব উপকরণ বিতরন করা হয়। এদেরকে ধানের উপর ৪৮ সেশনে ও অন্যান্য বিষয়ের উপর ৩৪ সেশন প্রশিক্ষন প্রদান করা হবে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত