দোকানে তামাকজাত পন্যের বিজ্ঞাপন প্রচারের দায়ে

বাগেরহাটে ৮হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৩:৪৩ পিএম, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭ | ১৫৫৬

৮হাজার টাকা জরিমানা

বাগেরহাটে দোকানে তামাকজাত পন্যের বিজ্ঞাপন প্রচারের দায়ে ৬ দোকানীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকা ও ফকিরহাট উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা নীহার রঞ্জন হালদার, হেলথ সহকারী জাহাঙ্গীর হোসেন সবুজ, ক্যাবের সাধারন সম্পাদক অরিন্দম দেবনাথ ও সদর থানার এএসআই সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, দোকানে তামাকজাত পন্যের বিজ্ঞাপন প্রচারের দায়ে এদিন সকালে সদর উপজেলার ষাটগম্বুজ, শ্রীঘাট এলাকা এবং দুপুরে ফকিরহাটে অভিযান চালানো হয়। এসময় ৬ দোকানীকে তামাকজাত পন্যের বিজ্ঞাপন প্রচারের দায়ে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইনে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত