ফকিরহাটে ডাক্তারকে হত্যা চেষ্টা

আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যানসহ দু’জনের বিরুদ্ধে মামলা

শেখ আহসানুল করিম

আপডেট : ০৪:৪৭ পিএম, রোববার, ১৩ মে ২০১৮ | ৯৭৭

বাগেরহাটের ফকিরহাট উপজেলা হাসপাতালের চিকিৎসক মৌসুমী ইয়াসমিনকে শ^াসরোধে হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও মানসা বাহিরদিয়া ইউপি চেয়ারম্যান ফকির রেজাউল করিমসহ দু’জনের বিরুদ্ধে মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার চারদিন পর বোববার বিকেলে ফকিরহাট উপজেলা হাসপাতালে হামলার শিকার চিকিৎসক মেডিকেল কর্মকর্তা অভিজিৎ মৃধা বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। তবে হামলার ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার অপর আসামী হলেন, ফকিরহাট উপজেলা হাসপাতালের রোগীদের সাবেক খাদ্য সরবরাহকারী ঠিকাদার আনোয়ার হোসেন। তিনি স্থানীয় বাহিরদিয়া গ্রামের বাসিন্দা।

ফকিরহাট হাসপাতালের চিকিৎসককে মারধরের ঘটনায় তীব্রনিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। তিনি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শনিবার পুলিশকে নির্দেশ দেন।

গত ৯ মে স্ত্রী ঝর্ণা বেগমকে চিকিৎসা দিতে দেরী হওয়ার অভিযোগে উপজেলা হাসপাতালের নারী চিকিৎসক মৌসুমী ইয়াসমিনকে প্রকাশ্যে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করেন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ফকির রেজাউল করিম। একই সময়ে ফকিরহাট উপজেলা হাসপাতালের রোগীদের সাবেক খাদ্য সরবরাহকারী ঠিকাদার আনোয়ার হোসেন চিকিৎসক অভিজিৎ মৃধাকে মারধর করেন। এই ঘটনার পর থেকে চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। হাসপাতালের কর্তব্যরত দুই চিকিৎসককে মারধরের ঘটনার পর বাগেরহাটের সিভিল সার্জন ডা. অরুণ কুমার মন্ডল ফকিরহাট উপজেলা হাসপাতালে ছুটে যান এবং ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবী জানান।


বাগেরহাটের সিভিল সার্জনের নির্দেশে ঘটনার চারদিন পর বোববার বিকেলে ফকিরহাট উপজেলা হাসপাতালে হামলার শিকার চিকিৎসক মেডিকেল কর্মকর্তা অভিজিৎ মৃধা বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত