বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে জমি ফেরত পেতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:১৮ পিএম, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮ | ৪৫৩

বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের জমি ফেরত পেতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে বাগেরহাট-রামপাল সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।


সদর উপজেলার কাশেমপুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়, কাশেমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পশ্চিমপাড়া জামে মসজিদের জমি দখলের প্রতিবাদে মানববন্ধনে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ অংশ নেয়।


মানববন্ধনে বক্তব্য দেন, কাশেমপুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা ফেরদাউসি, ম্যানেজিং কমিটির সভাপতি আমজাদ হোসেন, প্রতিষ্ঠাতা মোঃ দেলদার হোসেন, সহকারি শিক্ষক জুলফিকর শেখ, মনিরুল ইসলাম প্রমুখ।


বক্তারা বলেন, অবিলম্বে দখলকৃত জমি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের অনুকূলে ফিরিয়ে দিতে হবে। না দিলে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ কঠোর কর্মসূচি গ্রহন করা হবে। রবিদ্যালয় দুটির প্রতিষ্ঠাতা মোঃ দেলদার হোসেন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, একমাস পূর্বে বিদ্যালয়ের মালিকানাধীন একটি পুকুর বালু দিয়ে ভরাট করা হয়। পার্শ্ববর্তী জামাল ও কামাল হোসেন গংরা ঐ পুকুরের ১২ শতক জায়গা রাতারাতি দখল করে স্থাপনা গড়ে তুলেছে। দখলকৃত জায়গাটি ৪০ বছর ধরে স্কুল কর্তৃপক্ষ ভোগদখল করে আসছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত