ফকিরহাটে আট্টাকী ইটের  রাস্তার কার্পেটিং কাজের  শুভ উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৭:৪১ পিএম, রোববার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ | ৩২০

ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকী পশ্চিমপাড়া দেড় কিলোমিটারের বেশী একটি ইটের রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলে অনুপোযোগি হয়ে পড়ে। অবশেষে ওই রাস্তাটি কার্পেটিং করার জন্য কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। শেষে ফকিরহাট কেন্দ্রীয় মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতী মাহমুদুল হাসান কামরুল দোয়া পরিচালনা করেন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারন সম্পাদক মো. কওসার আলী ফকির, সাংগঠনিক সম্পাদক ও মেসার্স ঝর্ণা এন্টার প্রাইজ ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক আলহাজ্ব শেখ আসলাম আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, সাধারন সম্পাদক সুমন মল্লিক, দপ্তর সম্পাদক শেখ আজমল হোসেন, স্থানীয় ইউপি সদস্য শেখ রফিকুল ইসলাম, নারী সদস্য (সংরক্ষিত) লিমা বেগম সহ এলজিইডি অফিসের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিডিআরআইডিপি প্রকল্পের আওতায় ১ কোটি ১৭ লাখ ৮৩হাজার টাকার প্যাকেজে ওই রাস্তাটি পাকাকরণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত