খুব ঠান্ডায় কষ্ট হচ্ছিল, কম্বল পেয়ে ভাল হল

স্টাফ রিপোর্টার

আপডেট : ১১:৪৮ পিএম, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪ | ১৯১

বাগেরহাটে ৪’শ বছরের ঐতিহ্যবাহী যাত্রাপুর লাউপালা গোপাল জীউর মন্দিরের উদ্যোগে শীতার্ত ও অসহায় ব্যক্তিদের কম্বল দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে এ কম্বল বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন, মন্দির কমিটির সহ-সভাপতি প্্রাক্তন প্রধান শিক্ষক রতন কুমার দাস।

বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে পাওয়া এ কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, বারুইপাড়া ইউপি চেয়ারম্যান হায়দার মোড়ল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলয় কুমার ভদ্র, ডিপিএফ সভাপতি বাবুল সরদার, খাদ্য পরিদর্শক অচীন দাস, ক্যাবের সদস্য কামরুজ্জামান মুকুল, মন্দির কমিটির অমিত রায়, কমল কৃষ্ণ দাস, বনমালি দাস, স্বপন সেন, গনেশ দাস, অশিষ সেন, শেখর চন্দ্র সেন, কল্যান চক্রবর্ত্তী, পরিমল বসু, গোপাল পাল প্রমুখ।


লাউপালার স্বামী হারা বৃদ্ধ হজেরা বেগম কম্বল পেয়ে বলেন, খেতেখামারে শাকসবজি তুলে বিক্রির টাকায় কোনোমতে বেঁচে আছি। খুব ঠান্ডায় কষ্ট হচ্ছিল। কম্বল পেয়ে একটু ভাল হল।

একই কথা বলেন, কার্ত্তিকদিয়া গ্রামের কাত্তিক চক্রবর্ত্তী, যাত্রপুরের উত্তম পাল ও শমসের আলী। কম্বল পেয়ে দরিদ্র বিনা রানী পাল বললেন, ভিষন শীত পড়েছে, শীতে কাঁপন ধরে, কম্বলডা পাইয়্যা উপকার হলো। এরা সকলে জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন ও মন্দির কমিটির নেতৃবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন মন্দির সংলগ্ন ১৩ টি গ্রামের প্রায় ১’শ শীতার্থ নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত