বাগেরহাটে বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরন

বাগেরহাট প্রতিনিধি

আপডেট : ১১:৫৭ পিএম, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ | ২৮৬

বাগেরহাটে মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন, কবিতা আবৃতি ও দেশাত্ববোধক সঙ্গীত প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শিশু একাডেমি অডিটরিয়ামের অনুষ্ঠিত এই প্রতিযোগীয় জেলার বিভিন পর্যায়ের দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয়।


শিশু একাডেমির আয়োজনে বিকেলে শহরের স্বাধীনতা উদ্যান্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো: হাফিজ-আল-আসাদ। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মীর ফজলে সাঈদ ডাব্লু, বিশিষ্ট লেখক মানিক মাহমুদ, বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শেখ আজমল হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ রিয়াদুজ জামানসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, বিচারক মন্ডলী, অভিভাবক ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।


বক্তারা, মহান স্বাধীনতা থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য শিশুদের প্রতি আহবান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত