লঘুচাপের প্রভাবে মোংলাসহ সংলগ্ন উপকূলে বৃষ্টি-বাতাস, বাড়ছে শীতের প্রকোপ

মাসুদ রানা,মোংলা 

আপডেট : ১০:৪৪ পিএম, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ | ২৪৩

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরসহ সংলগ্ন উপকূলে থেমে থেমে গুড়ি গুড়ি, হালকা ও মাঝারি ধরণের বৃষ্টিপাত হচ্ছে। লঘুচাপের ফলে সোমবার ভোর থেকে এ এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সাথে আকাশে সূর্যের দেখা না মেলায় বৃষ্টি ও বাতাসে এ উপকূলে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে।
বৃহস্পতিবার ভোর থেকে থেমে থেমে হওয়ায় বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে ঘূর্ণিঝড় মিগজাউম ও লঘুচাপের প্রভাবে গত তিনদিন ধরে মোংলাসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় এক ধরণের দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, লঘুচাপের প্রভাবে আপাতত ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। তবে বৃহস্পতি ও শুক্রবার বিভিন্ন এলাকায় ক্ষেত্র বিশেষ কখনও কখনও গুড়ি, হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলেও জানান তিনি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত