সুন্দরবনে হরিণ শিকারের পর মাংস বিক্রি, আটক ২

মোংলা প্রতিনিধি

আপডেট : ০২:৫০ পিএম, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮ | ৬৩৮

সুন্দরবন থেকে হরিণ শিকারের পর তা লোকালয়ে জবাই করে মাংস বিক্রির সময় হাতেনাতে দুই দূর্বৃত্তকে আটক করা হয়েছে। বুধবার সকাল সোয়া ১০ টার দিকে মোংলার জয়মনির কাটাখালী এলাকা থেকে নৌ পুলিশ ও বনবিভাগ যৌথভাবে তাদের আটক করে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা মোঃ কামরুল হাসান বাগেরহাট টুয়েন্টি ফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, জয়মনির কাটাখালী এলাকার পলাশ প্রামাণ্য (৩০) ও বিভাষ মন্ডল (৩৫)।

চাঁদপাই রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান, কাটাখালী খালের পাড়ের কোলাবাড়ি এলাকায় দু’জন ব্যক্তি হরিণ জবাই করে তার মাংস বিক্রি করছে। গোপনে এ সংবাদ পেয়ে জয়মনি নৌ পুলিশের সহযোগিতায় সেখান থেকে তাদের আটক করি। বর্তমানে তারা নৌ পুলিশের হেফাজতে আছেন।

নৌ পুলিশের ওসি আবুল হোসেন শরিফ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, আটককৃতরা তাদের অপকর্মের কথা স্বীকার করেছে। তিনি বলেন, তারা দীর্ঘদিন সুন্দরবন থেকে এভাবেই হরিণ শিকার করে বিভিন্ন জায়গায় পাচার করছে। তাদের বিরুদ্ধে পরবর্তি আইনানুগ ব্যাবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত