সংবাদিক মহিদুলের শয্যা পাশে প্রেসক্লাব রামপালের নেতৃবৃন্দ
আপডেট : ০৮:৪৩ পিএম, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ | ১৯২

সাংবাদিক সরদার মহিদুল ইসলাম অসুস্থ হয়ে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রযেছেন। শনিবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দ মহিদুলের শারীরিক খোঁজ খবর নিতে তার শয্যা পাশে কিছু সময় কাটান। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল এর সাথে দেখা করেন।
মুহিদুলের বিষয়ে কথা বলেন। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি এম, এ সবুর রানা, সিনি. সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, অর্থ সম্পাদক মো. তারিকুল ইসলাম, তথ্য ও ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, সদস্য লায়লা সুলতানা প্রমুখ।