শরণখোলায় ৩দিনব্যাপী স্থানীয় সরকার  দিবস ও উন্নয়ন মেলা উদ্বোধন

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৬:৫১ পিএম, রোববার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ৪৫৬

শরণখোলায় শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা-২০২৩ উদ্বোধন হয়েছে। ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্য নিয়ে এবারের মেলা অনুষ্ঠিত হয়। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রষ্ঠিানের ২০টি স্টলে সরকারের নানা উদ্ভাবনি বিষয় প্রদর্শন করা হয়।
রবিবার সকাল ১০টায় বর্ণাঢ্য শোবাযাত্রাটি শরণখোলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পার্কে অনুষ্ঠানস্থলে গিয়ে মিলিত হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে মেলার শুভউদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত।


অন্যদের মধ্যে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, সাউথাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ খালেক খান, সাবেক ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা ও সাবেক সহকারী কমান্ডার আবু জাফর জব্বার।


আলোচনা শেষে অতিথিরা সভাস্থলে স্থাপিত সস্টলগুলো পরিদর্শন করেন। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত