আপনারা তথ্য দিন, আমরা আরও বেশী সেবা দিতে পারবো, রামপালে এএসপি তুষার

রামপাল প্রতিনিধি

আপডেট : ১২:১২ এএম, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ | ৩৪০

রামপাল উপজেলার বৃহত্তর ফয়লাহাটের ব্যবসায়ীদের সাথে এএসপি (রামপাল-মোংলা সার্কেল) মো. মুশফিকুর রহমান তুষার আইন শৃঙ্খলা পরিস্হিতি স্বাভাবিক রাখার বিষয়ে এক মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলার ফয়লাহাটের চাদিতে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন এএসপি মো. মুশফিকুর রহমান তুষার, রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম, উজলকুড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুন্সি বোরহান উদ্দিন জেড, সাবেক চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, আওয়ামীলীগ নেতা জুলফিকার আলী ভুট্টোসহ ব্যাবসায়ী নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সকল দোকান মালিক, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা কর্মী, সাংবাদিক ও গ্রাম পুলিশ। তাদের সাথে বাজারের নিরাপত্তাসহ উজলকুড় ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বাজারে নাইটগার্ডের সংখ্যা বৃদ্ধিসহ গ্রাম পুলিশের রাত্রি কালীন ডিউটিতে নিয়োজিত থাকার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি তুষার বলেন, পু্লিশ জনগণের বন্ধু। রাত জেগে আপনাদের জানমাল পাহারা দেওয়া পুলিশের কর্তব্য। রামপালে মাদকদ্রব্য উদ্ধারে কঠিন অভিযান চলছে। কিশোর গ্যাংয়ের উত্থান প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, চুরি, জুয়া, নারী নির্যাতন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পু্লিশ কাজ করছে। আপনারা পু্লিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন। তাহলে আমরা আপনাদের আরও বেশী সেবা দিতে পারবো। অপরাধী যে দলের হোক আমরা সেটি আমলে নিবো না। আপনাদের কষ্টার্জিত রাজস্বে আমাদের বেতন হয়। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। আপনারা রামপাল থানায় কোন প্রতিকার না পেলে আমাকে সরাসরি জানাবেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত