ফকিরহাটে এএসসিপির আওতায় ৮০জন নারী কৃষকদের প্রশিক্ষন

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৭:৫৯ পিএম, বুধবার, ৩০ আগস্ট ২০২৩ | ৩৫০

ফকিরহাট উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩অর্থ বছরের স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এএসসিপি) এর আওতায় ৮০জন নারী কৃষক গ্রুপের প্রশিক্ষন বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ট্রেনিং সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে এর শুভ উদ্ভোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল খুলনার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ, বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষি কর্মকর্তা (ডি,এ,ই) কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, জুনিয়ার মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ রেজাউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নুসরত জাহান ও সহকারী কর্মকর্তা মোঃ শাহীনুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষনে ৮০জন নারী কৃষক অংশ গ্রহন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত