নিউজ টোয়েন্টিফোরের ৮ম বর্ষে পর্দাপন উদযাপন

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:৩৬ পিএম, রোববার, ৩০ জুলাই ২০২৩ | ৩৯৪

বাগেরহাটে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নানা আয়োজনে দেশের সংবাদ ভিত্তিক বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘নিউজটোয়েন্টিফোর’ এর ৮ম বর্ষে পর্দাপন আনুষ্ঠানিক ভাবে পালন করা হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের নামনে থেকে একটি র‌্যালী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বাগেরহাট প্রেসক্লাবের ভিভিআইপি হল রুমে নিউজটোয়েন্টিফোর বর্ষপূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে ও নিউজটোয়েন্টিফোরের বাগেরহাট প্রতিনিধি শেখ আহসানুল করিমের সঞ্চালনায় বর্ষপূর্তিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহামদ খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক ও বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ড প্রাপ্ত প্রবীন সাংবাদিক অধ্যাপক এ বি এম মোশাররফ হুসাইন।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সহ সভাপতি ইসরাত জাহান, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, সাবেক সাধারন সম্পাদক শাহদৎ হোসেন বাচ্চু, দৈনিক পল্লী বাংলার সম্পাদক শেখ আজমল হোসেন, বাগেরহাট টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. ইয়ামিন আলী, এনটিভির জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি শওকত আলী বাবু, এশিয়া টিভির জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নকীব সিরাজুল ইসলাম, আরটিভির জেলা প্রতিনিধি এস এম শামসুর রহমান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম বাবু, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এইচ এম মাইনুল হোসেন, শৈাখাী টিভির জেলা প্রতিনিধি খন্দকার আকমল উদ্দিন সাখি,চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, জিটিভির জেলা প্রতিনিধি জামাল হোসেন বাপ্পা, দীপ্তটিভির জেলা প্রতিনিধি মামুন আহমেদ, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা বাবু।


বর্ষপূর্তিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাটের জেলা প্রশাসক মোহামদ খালিদ হোসেন বলেন, সঠিক ও বিশ^াসযোগ্য সংবাদ পরিবেশনের কারনে আমি নিউজটোয়েন্টিফোর দেখি। দেশকে এগিয়ে নিতে আরো বেশী করে উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যার চিত্র তুলে ধরার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে দুইজন বিশেষ অতিথিসহ অন্যান্য বক্তারা নিউজটোয়েন্টিফোরের সাংবাদসহ বিভিন্ন অনুষ্ঠানের প্রশংসা করে টেলিভিশনটির দর্শক জনপ্রিয়তা ধরে রাখতে আরো বেশি মানসম্মত অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখার আহবান জানান।


আলোচনা সভাশেষে নিউজটোয়েন্টিফোরে ৮ম বর্ষে পর্দাপনের কেক কাটা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত