বাগেরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট : ১০:০৫ পিএম, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ | ৩৯৩

বাগেরহাটের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নারকেল চারা বিতরণ করা হয়েছে। সকালে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ১ হাজার ৫০ জন কৃষকের মাঝে ৫ হাজার ২৫০ কেজি বীজ ধান, ১০ হাজার ৫০০ কেজি ডিএপি, ১০ হাজার ৫০০ কেজি এমপি সার এবং ৭শত জন কৃষকের মাঝে ৩ হাজার ৫০০টি দেশি নারকেল চারা বিতরণ করা হয়।

বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তন্ময় দত্তের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরে জান্নাত, এসএপিপিও সরোয়ার হোসেন, কৃষক হাওলদার রুহুল আমীন প্রমুখ ।


বক্তারা বলেন, বিনামূল্যে বীজ ও সার নিয়ে কৃষকদের সরকারের দেয়া সুবিধা সবটুকু কাজে লাগাতে হবে। এতে দেশে খাদ্যের চাহিদা পুরণ হবে। এক সময় দক্ষিণাঞ্চলে প্রচুর নারকেল উৎপাদন হতো। এখন নানা কারনে নারকেল উৎপাদন হয় না। তাই নতুন করে নারকেল চারা লাগাতে হবে। বর্তমান সময়ে নারকেলের ব্যাপক চাহিদা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত