ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ক 

মোরেলগঞ্জে অবহিতকরণ কর্মশালা

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ১২:২৮ এএম, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ | ৩১৮

মোরেলগঞ্জে বুধবার সকালে ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.শাহ -ই -আলম বাচ্চু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আকাশ বৈরাগী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহজাহান আলী খান,বহরবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান টিএম রিপন, প্রকল্পের পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি।


সভায় কি নোট স্পিকার শেখ ফজলুল হক মনি জানান,কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি সহ ফসলের বৈচিএায়ন করে কৃষিতে সমৃদ্ধ অর্জনই এ প্রকল্পের উদ্দেশ্য। বক্তৃতা করেন, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন, চেয়ারম্যান রিপন দাস, কৃষক তৈয়াবুর রহমান, জাকির শেখ, পারভেজ খান সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ।


সভায় বিভিন্ন ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষকবৃন্দ, সাংবাদিক ও সুধিজন অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত