শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে স্মরণ সভা অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১০:৫৫ পিএম, বুধবার, ২২ মার্চ ২০২৩ | ৪৭৪

ফকিরহাটের ঐতিহ্যবাহী শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের উদ্যোগে সদ্য অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণির কর্মচারী বিমল কৃষ্ণ মন্ডলের স্মরণ সভা বুধবার (২২ মার্চ) দুপুর ১২টায় স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে অনুষ্ঠিত হয়েছে।


কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস এর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় এ স্মরণ সভায় আরও বক্তব্য দেন, সহকারী অধ্যাপক মো: হোসাইন সায়েদীন, মৃত্যুঞ্জয় কুমার দাশ, মো: সিরাজুল ইসলাম মল্লিক, মো: তরিকুল ইসলাম, উৎপল কুমার দাশ, প্রভাষক চন্দ্র শেখর অধিকারীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


উপস্থিত সকলেই বিমল কৃষ্ণ মন্ডলের আত্নার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।


এর আগে প্রয়াত বিমল কৃষ্ণ মন্ডলের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। উল্লেখ্য, বিমল কৃষ্ণ মন্ডল ১৯৬২ সালের ৩০শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং গত ২০ মার্চ বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত