সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে

মোংলায় দুইদিনের পিআইবি’র  প্রশিক্ষন সমাপ্ত

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৯:১০ পিএম, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ | ৩৮২

মহাপরিচালকের হাত দিয়ে সাটিফিকেট প্রদানের মধ্য দিয়ে প্রেস ইনস্টিউট আফ বাংলাদেশ (পিআইবি)র মোংলায় দুই দিন ব্যাপি প্রশিক্ষন শেষ হয়েছে। ১৯ ও ২০ জানুয়ারি দুই দিন ব্যাপি মোবাইল সাংবাদিকতার উপর এ প্রশিক্ষন দেয়া হয়েছে। মোংলা প্রেসক্লাব মিলনায়তনে বাগেরহাট জেলার ৪টি উপজেলার মোট ৩৫ জন টেলিভিশন ও দৈনিক পত্রিকার সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।


১৯ জানয়ারী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা এবং ২০ জানয়ারী শুক্রবার সকাল ১০টা থেকে মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ চলছে বিকাল ৫টা পর্যন্ত। পিআইবি’র এ প্রশিক্ষন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আব্দুর রহমান। এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, পিআইবি’র প্রশিক্ষক ড্যাফোডিলস ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক ড. জামিল খান, পিআইবি’র সহকারি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

এছাড়া মোংলা প্রেসকাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংবাদিক নেতা এইচ এম দুলাল, মাহমুদ হাসান, আহসান হাবিব হাসান, মোঃ নূর আলম শেখ, শেখ কামরুজ্জামান জসিম, মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রকিবুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক নজরুল শরীফ, সাংবাদিক মেহেদী হাসান লিপন, জামাল হোসেন বাপ্পা, ফজলুর রহমান খোকন, শরণখোলা থেকে সাংবাদিক মোহাম্মদ আলী, আসাদুজ্জামান মিলন, হুমায়ুন কবির, নাজমুল হাসান, রামপাল প্রেসক্লাবের হাওলাদার আঃ হাদি, বজলুর রহমান প্রমূখ।


বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা দক্ষতা, প্রযুক্তি এবং সরঞ্জামকে ব্যবহার করে সাংবাদিকদের যুগের চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানান। এ প্রশিক্ষণে মোংলা, রামপাল, মোড়েলগঞ্জ ও শরণখোলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। দুইদিন ব্যাপী মোবাইল সাংবাদিকতার প্রশিক্ষণে শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সার্টিফিকেট বিতরণ করেন, পিআইবি’র মহা-পরিচালক জাফর ওয়াজেদ। এছাড়া বাগেরহাট জেলার ৪টি উপজেলার প্রশিক্ষনার্থী সহ মোংলা প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিক সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত