বাগেরহাটে কমিউনিটি কিনিকের সাথে হতদরিদ্র জনগোষ্টির সংযোগ বিষয়ে সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৭:৫৫ পিএম, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮ | ৫৭১

বাগেরহাটে কমিউনিটি কিনিকের সাথে হতদরিদ্র জনগোষ্টির সংযোগ স্থাপনের মাধ্যমে স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। রুরাল রিকনস্টাকশন ফাউন্ডেশনের আয়োজনে বুধবার সকালে সদর উপজেলার কাড়াপাড়া কমিউনিটি কিনিকে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ডাঃ মনজুরুল আলম।
কাড়াপড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আরআরএফ এর ইউপিপি উজ্জিবিত প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জুলিয়ান কাড়াইয়া, প্রোগ্রাম অফিসার মোঃ ছাবের হোসাইন ও জেসমিন আক্তার, সিএইচসিপি সুফল কান্তি পাল প্রমুখ।

বক্তরা বলেন, সরকার জনগনের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেয়ার জন্য কমিউিনিটি কিনিকসহ নানা পদক্ষেপ গ্রহন করেছে। সমাজের সচেতন মহলের উচিত সমাজের অবহেলিত মানুষ যাতে স্বাস্থ্যসেবা পায় সে জন্য তাদের কাছে সরকারের এ সেবার ম্যাসেজ পৌছে দেয়া। এতে পিছিয়ে পড়া জনগোষ্ঠি অনেক উপকৃত হবে।

সভায় ইউপিপি উজ্জিবিত প্রকল্পের প্রকল্প ও কাড়াপাড়া কমিউনিটি কিনিকের সদস্য এবং স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত