কচুয়ায় শিক্ষকের হামলায় বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবার আহত

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৫:২৮ পিএম, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ | ৪৮৮

কচুয়ায় এক স্কুল শিক্ষকের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে মারপিট করে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী এমনটাই অভিযোগ করেছেন।


বীর মুক্তিযোদ্ধা সচিপদ দাস ও তার স্ত্রী টুলু রানী দাস জানান, শনিবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার আঠারোগাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সংগিতা রানী ওরফে শিল্পী রানী দাস এর নেতৃত্বে একই গ্রামের নগেন দাস এর পুত্র (১) কমলেশ দাস (৫০) স›িজত দাস (৪৫) শুশান্ত দাস (৪২) তাদের মারপিট করে। এসময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাদেরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে কচুয়া থানায় বীর মুক্তিযোদ্ধা সচিপদ দাস বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আমার কাছে এ ব্যাপারে একটি অভিযোগ দিয়েছেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত