ভান্ডারিয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

আপডেট : ০৬:৩৭ পিএম, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ | ২৯২

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সীমা রানী ধর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা রানী ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) রোমানা আফরোজ।
এরপর মেলার স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় ৪টি প্যাভিলিয়নে ৪০ টি স্টলের ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৩০ টি সরকারি-বেসরকারি দপ্তরের অংশগ্রহণে মেলার স্থানে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন ও সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়। এ মেলায় স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
মেলায় অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত