মোরেলগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৬:২৯ পিএম, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ | ৬৩৬

মোরেলগঞ্জে বসতঘরের অদূরে বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে সুধীর রায় নামে এক বৃদ্ধের মরদেহ। জিউধরা ইউনিয়নের আড়ংঘাটা গ্রামের কর্ণধর রায়ের ছেলে সুধীর রায়ের বয়স ৭২ বছর। বুধবার সকাল ৬টার দিকে ছেলে অরূপ রায় তার পিতার মরদেহ গাছের সাথে ঝুলতে দেখে থানা পুলিশ ও স্থানীয়দেরকে খবর দেন। সুধীর রায় দীর্ঘদিন ধরে মানষিকভাবে বিকারগ্রস্ত ছিলেন বলে দাবি করেছেন তার ছেলে অরূপ রায়।



এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, সুধীর রায়ের মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্য তার মরদেহের পোষ্টমর্টেম করাতে পুলিশ হেফাজতে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরেণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত